অভয়া স্মরণে ফুটবল প্রতিযোগিতা

 অভয়া স্মরণে ফুটবল প্রতিযোগিতা 


           ৯০ দিন পেরিয়ে গিয়েছে বিচার পায়নি অভয়া। বরং দেশজুড়ে প্রতিদিন অভয়ার স্মৃতি ফিরে আসছে জনমনে। বিচারের দাবিতে আন্দোলন রাজপথ ছাড়িয়ে এখন ময়দানে। শহীদ মাতঙ্গিনী ব্লক ছাত্র যুব ফোরামের উদ্যোগে একদিনের ১২ টি টিমের অভয়া স্মৃতি মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন তমলুক মেডিকেল কলেজের পড়ুয়া জুনিয়র ডাক্তার শোভন হীরা। প্রারম্ভিক বক্তব্য রাখেন ডাক্তার অসীম বেরা। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে অভয়াস্মৃতি ট্রফি তুলে দেওয়া হয়। ফোরামের পক্ষ থেকে মুরারী পাত্র ও কুনাল জানা - বলেন, অভয়ার বিচার পাওয়ার দাবীকে ময়দানে পৌঁছে দিতেই তাদের একদিনের এই বন্ধুত্বপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ। এর পরেও আন্দোলন চলবে।

Post a Comment

0 Comments