নিমতৌড়িতে মোটরভ্যান চালকদের জেলা সম্মেলন

মোটর ভ্যান চালকদের পরিবহন শ্রমিকের স্বীকৃতি, লাইসেন্স প্রদান এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে আজ নিমতৌড়িতে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের তৃতীয় পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে উপস্থিত সহস্রাধিক প্রতিনিধির অনেকেই তাদের মনের যন্ত্রণা ব্যক্ত করেন। তারা বলেন বাড়ির সঞ্চিত সমস্ত অর্থ দিয়ে মোটর ভ্যান কিনে সৎভাবেই জীবন নির্বাহ করার চেষ্টা করছেন তারা। অথচ প্রতি পদক্ষেপে পুলিশ হয়রানি করছেন। এর বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার আহ্বান জানান তারা।সম্মেলনের মূল বক্তা ছিলেন রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা, এছাড়াও জেলা সভাপতি অমিত মান্না সম্পাদক, শেখ নুরুল, এআইইউটিইউসির জেলা সভাপতি অমিত মান্না, সম্পাদক মধুসূদন বেরা, জ্ঞানানন্দ রায় বক্তব্য রাখেন।জয়ন্তবাবু মোটরভ্যান চালকদের শৃঙ্খলা মেনে গাড়ি চালানোর পাশাপাশি শ্রমিকের স্বীকৃতি, লাইসেন্স প্রদান এবং পুলিশি হয়রানির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।সবশেষে অমিত মান্নাকে সভাপতি শেখ নুরুল এবং সঞ্জয় জানাকে যুগ্ম সম্পাদক করে একটি শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়।
0 Comments