একতা, সাম্য, সহযোগিতা, পারস্পরিক আস্থা, বিশ্বাস, গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা গড়ে তোলার এবং সমাজে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের লক্ষে ময়নায় নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত হল। আজ বেলা এগারোটা নাগাদ তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক নিজেদের ময়না শাখায় একাত্তর তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হল। আয়োজনে ময়না ব্লক সমবায় সপ্তাহ উদযাপন কমিটি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় নিয়ামক সংস্থার এ. আর. সি. এস ডক্টর সোমনাথ সেন,তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সি.ই.ও সুদীপ্ত জানা, সি. আই বিদ্যুৎ কুমার দুয়ারী, তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পৌলোমী বেরা নায়েক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কল্পতরু বর্মন, এসিস্ট্যান্ট ম্যানেজার ত্রিদিবেশ মল্লিক, ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, পূর্ত কর্মাধ্যক্ষ নজিবর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
এছাড়াও সমস্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন লালুয়াগেড়িয়া সমবায় সমিতির ম্যানেজার রঞ্জিত কুমার হাজরা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত জনপ্রতিনিধিগণ ও আধিকারীকগণ জাতীয় পতাকা এবং সমবায়ের পতাকা উত্তোলন করেন । এরপর প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে মূল মঞ্চে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত আধিকারিকগণ এবং জনপ্রতিনিধিগনের সমবায় সম্পর্কিত আলোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
0 Comments