জেলা প্রশাসকের নির্দেশ অনুসারে ও পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বলাইপণ্ডা বাজার সংলগ্ন এলাকার রাস্তার দুই দিকে ৪২ ফুট সম্প্রসারণের ক্ষেত্রে যে সকল ব্যবসায়িক দোকান পত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল সেগুলি আজ প্রশাসনকে সামনে রেখে উচ্ছেদের কর্মসূচি গ্রহণ করা হয়। তাই আজ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ময়নার ব্লক উন্নয়ন আধিকারিক সমীর পান, উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক অর্থাৎ ময়না থানার ওসি সোমনাথ সিট সহ অন্যান্য আধিকারিক বৃন্দরা। সকাল থেকে বহু পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
বেশ কিছু জায়গা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। তবে বেশ কিছু দোকানপত্র আজকের মধ্যে ব্যক্তিগত দায়িত্বে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিলে সেই দোকানপত্রগুলো কে ছাড়পত্র দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যার সঠিক সমাধান না হওয়ায় আজ এই পদক্ষেপ বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। তবে এলাকায় উচ্ছেদের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ উঠছে। তবে দ্রুত এই সমস্যার সমাধান হবে হবে বলে আশা করছেন প্রশাসনিক আধুনিকবৃন্দরা।
0 Comments