৬৩ তম ফার্মাসি সপ্তাহ উদযাপন হল ময়নায়। ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন ও ময়না বিবেকানন্দ মিশনের যৌথ প্রয়াসে চলছে দুটি ফার্মাসি কলেজ। ৬৩ তম ফার্মাসি সপ্তাহ উদযাপন করল ওই দুই কলেজের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা বৃন্দ। দুই দিন ধরে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হল র্যালির মাধ্যমে। কলেজ ক্যাম্পাস থেকে ময়নার বাইপাস পর্যন্ত এই র্যালি প্রদক্ষিণ করে। ফার্মাসির গুরুত্ব কি, ঔষধ ব্যবহারের নিয়ম কারণ কি, ইত্যাদি একাধিক প্রশ্নের আলোচনা হয় এদিনের এই মঞ্চ থেকে । এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মহাপুরুষদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
0 Comments