অর্থ উপার্জনের তাগিদে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তির আর বাড়ি ফেরা হল না। কে জানতো এমন মর্মান্তিক ঘটনা ঘটবে? ময়নার চংরা গ্রামের রাম পদ ঘোড়াই নামে এক ব্যক্তি খেজুরতলা বাজার এলাকায় ব্যবসা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। দিনটা ছিল বৃহস্পতিবার। প্রত্যেক বৃহস্পতিবারের ন্যায় এই বৃহস্পতিবারও ময়নার খেজুরতলা এলাকায় বাজার বসেছিল। জানা যায় রাম পদ ঘোড়াই কলা নিয়ে ওই বাজারে বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল। বাজার সেরে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ওই খেজুরতলা বাজার এলাকায় একটি বাইক গিয়ে সজোরে ধাক্কা মারলে রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে ময়না হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তী সময় জানা যায় রামপদ বাবু মারা গিয়েছেন।
আনুমানিক রাম পদ বাবুর বয়স ৭৫ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতিতে আসা ওই বাইকে দুজন ব্যক্তি ছিল। বাইকটি ওই ব্যক্তিকে ধাক্কা মারার পর ওই এলাকায় দাঁড়িয়ে থাকা আরও দুটি বাইকে ধাক্কা মারে । ওই দুজন বাইক আরোহীকে ঘুরোতর অবস্থায় তমলুক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলে জানা গিয়েছে। এদিকে উত্তেজিত জনতা ময়নার খেজুরতলা এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছান ময়না থানার পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন শোনাবো আপনাদের।
0 Comments