** বীর সন্ন্যাসী বিবেকানন্দ ** দিলীপ কুমার পাত্র
সিমলাতে জন্ম নিলেন
নরেন্দ্রনাথ দত্ত
পড়াশুনা খেলাধুলায়
দারুন তিনি মত্ত।
নিবেদিত তাঁর শিষ্যা ছিলেন
রামকৃষ্ণ গুরু
বিশ্বধর্ম সভায় যোগ
চিকাগো যাত্রা শুরু।
জীব ভক্তিই শিব ভক্তি
পূজা নয় পট
গুরুর প্রতি অগাধ প্রেমে
গড়লেন বেলুড় মঠ।
মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি
আমার রক্ত আমার ভাই
ব্রাহ্মণ চন্ডাল সবাই এক
বিভেদ যেন কোথাও নাই।
ক্ষুধার্থ কে অন্ন দাও
বস্ত্রহীনকে বসন
নিরাশ্রয়ের আশ্রয়দাতা
স্বামীজিকে স্মরণ।
সর্ব ধর্ম করলেন এক
চিকাগো ধর্ম সভায়
ত্যাগ সেবার জন্য সবাই
হৃদয় আসনে বসায়।
1 Comments
বীর সন্ন্যাসী বিবেকানন্দ কে শ্রদ্ধা জানাই।
ReplyDelete