** মাস্টার দা ** দিলীপ কুমার পাত্র
বাংলাদেশের চট্টগ্রামের
জন্ম নোয়াপাড়া তে
শিক্ষক পদ দিয়ে ছেড়ে
ঝাঁপালে ব্রিটিশ তাড়াতে।
ন্যাশানালের ছাত্র দিল
মাস্টারদা তাকে
তারা আহ্বানে এগিয়ে তরুণ
এলো ঝাঁকে ঝাঁকে।
চট্টগ্রামের অস্ত্রাগার
লুণ্ঠনেতে নামলে
তান্ডব লীলার কার্যকলাপ
দেবে কে সামলে?
থানা দখলের সাথে সাথে
অস্ত্র করলে হরণ
রেল টেলিফোন বিচ্ছিন্নে
আজও করি স্মরণ।
জালালাবাদের পাহাড় জুড়ে
চালালে তুমি গুলি
এমন দেশ প্রেমিককে
কেমন করে ভুলি !
চট্টগ্রামের অস্ত্র লুটে
তোমায় দিল ফাঁসি
আদর্শ আর সাহস দেখে
অবাক ভারতবাসী!
1 Comments
বিনম্র শ্রদ্ধা জানাই।
ReplyDelete