পান চাষ পরিদর্শনে নাবার্ড এর প্রতিনিধি দল ময়নায়।
পান চাষ নিয়ে সমীক্ষা করতে নাবার্ড এর প্রতিনিধি দল ময়না বিটিল ফাইন্ ফার্মাস প্রোডাক্টস কোম্পানি লিমিটেড এর আয়োজনে পান চাষীদের নিয়ে একটি আলোচনা সংগঠিত করেন। পান চাষীদের অভাব অভিযোগ থেকে শুরু করে কিভাবে পান চাষ করলে কত পরিমাণে পান উৎপাদন হয় এবং কত জায়গার উপর পান করলে কত লাভ হয় ইত্যাদি ইত্যাদি একাধিক তথ্য সংগ্রহ করলেন নাবার্ড এর প্রতিনিধি দল পান চাষীদের কাছ থেকে। ময়নায় পান চাষের একাধিক সমস্যার উপর দাঁড়িয়ে রয়েছে। সেইসব সমস্যা সমাধান যাতে হয় তা নাবার্ড এর প্রতিনিধি দলের কাছে আর্জি জানানো হয়। নাবার্ড এর প্রতিনিধি দল ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানানোর আস্সাস দিয়েছেন।
0 Comments