মহিলা সুরক্ষা স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত 'অপরিচিতা বিল' আইন প্রণয়নের দাবিতে শয়ে শয়ে মহিলারা নামলো
শনিবার দিন দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরার কুদিতে নারী সুরক্ষার বিলের সমর্থনে রাস্তায় নামেন মহিলারা। এগরা ১ ব্লক মহিলা তৃনমূল কংগ্রেস তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়। এই দিন বিকেলে কুদি বাসস্ট্যান্ড থেকে এগরা ১ বিডিও অফিস পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়।পরে কুদি বিডিও অফিসের সামনে এই বিলের সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ১ ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী মানসী দে, সহ-সভাপতি সত্য চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, সিদ্ধেশ্বর বেরা সহ দলের অন্যান্য নেতা নেত্রীরা। তবে এই দিন মিছিলে মেয়ে মেয়ে দের সংখ্যা চোখে পড়ার মত। 'অপরিচিতা বিল' সংক্রান্ত বিষয় নিয়ে মিছিলের এই সভাতে বক্তব্য রাখেন এগরা ১ ব্লকের মহিলা সভানেত্রী মানসী দে।
0 Comments