পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ময়না সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞান কেন্দ্রের ত্রি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। ময়না গড়সাফাত প্রাথমিক বিদ্যালয় এর কক্ষ গৃহে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও এই সাধারণ সভা থেকে নতুন করে সংস্থার সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হয়। এই সংস্থা মূলত কুসংস্কার বিরোধী সংগঠন। বিজ্ঞানসম্মত উপায়ে বাঁচার চেষ্টা, বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনার বিরুদ্ধে এই সংখ্যার প্রতিবাদ, এরকম একাধিক কর্মকাণ্ডের কথা জানান সংস্থার কর্মকর্তা পবিত্র পাত্র। এছাড়া বছরের বিভিন্ন সময় ছাত্র-ছাত্রী এবং এলাকার মানুষদের নিয়ে বিজ্ঞান বিষয়ক একাধিক কর্মসূচি গ্রহণ করে তাকে এই সংগঠন।
0 Comments