** কন্যা রত্ন ** প্রবীর বারিক
** কন্যা রত্ন ** প্রবীর বারিক
সন্তান আসুক ছেলে রূপে
মেয়ে যেন নয়
প্রথম সন্তান কন্যা হলে
মনে জাগে ভয়।
বংশ প্রদীপ নিভে যাবে
পুত্র তাইতো চায়
কন্যা যাবে পরের ঘরে
কে নিবে তার দায়।
নিরাপত্তার দিক দিয়েও
চিন্তনে নেই শেষ
লিঙ্গগত বৈষম্যতায়
পিছিয়ে রয় দেশ।
ছেলে মেয়ে সমান এখন
মেয়েরা নেই কম
শিক্ষা বিজ্ঞান প্রযুক্তিতে
দেখায় তাদের দম।
সঠিক যত্ন দিলে পরে
কন্যা রত্ন পাই
অযথা তাই ভাবনা ছেড়ে
স্নেহ দেওয়া চাই।
0 Comments