** প্রফুল্ল চাকী** দিলীপ কুমার পাত্র
বাংলাদেশের দামাল ছেলে
কামাল সব ফেলে
তোমার মত বীর বিপ্লবী
কোথায় গেলে মেলে?
মারতে বোমা কিংসফোর্ডকে
ক্ষুদিরামের সঙ্গে
মোজাফ্ফরপুরে ফেললে বোমা
পড়ল সাড়া বঙ্গে।
ধরা পড়ার আগেই তুমি
মারলে নিজেকে গুলি
তোমার আদর্শ নির্ভীকতা
কেমন করে ভুল !
ভারতের প্রথম শহীদ হলে
বিপ্লবী প্রফুল্ল চাকী
দেশপ্রেমের জন্য তোমায়
হৃদ মাঝারে রাখি।
1 Comments
প্রণাম জানাই স্বাধীন সংগ্রামী কে।
ReplyDelete