রাস্তাশ্রী বা পথশ্রী প্রকল্প থাকলেও কঙ্কালসার চেহারায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার পিচের রাস্তা

 রাস্তাশ্রী বা পথশ্রী প্রকল্প থাকলেও কঙ্কালসার চেহারায়  প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার পিচের রাস্তা

দীর্ঘ ২২কিলোমিটার বেহাল রাস্তা, কোথাও বেরিয়ে রয়েছে বড় বড় বোল্ডার কোথাও বা বিশাল বড় গর্ত। বর্ষার সময় বোঝা যায় না রাস্তা নাকি পুকুর। সেই বিপদজনক বেহাল রাস্তা পেরিয়েই নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াত ওই পথ দিয়ে। 
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জানাবাড় থেকে মাইশোরা হয়ে মাঠযশোড়া পর্যন্ত দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরেই এমন বেহাল। যাত্রীবাহী বাস ট্রেকার সহ বিভিন্ন চাষী ও ব্যবসায়ী এবং বাইক আরোহি, পথচারী, স্কুলের ছাত্র-ছাত্রদের ভরসা একমাত্র ওই প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনা। 
শুধু রাস্তা বেহাল বললে ভুল হবে। তার পাশাপাশি রাস্তার দু'পাশে আগাছায় ভরে গিয়ে ঘন জঙ্গল ভরে উঠেছে, যার ফলে বাইক আরোহী সহ যানবাহন চালকদের অসুবিধের মুখে পড়তে হয়। এর ফলে বড়সড়ো দুর্ঘটনার প্রবল ঝুঁকি থেকে যায়। যদিও রাস্তার দুপাশে বন পরিষ্কার করা বা রাস্তা সম্প্রসারণ এর ক্ষেত্রে প্রশাসন উদাসীন। 
কবে হবে রাস্তা সম্প্রসারণ, কবে নিত্যযাত্রীরা চলাচলের মত একটা সুস্থ রাস্তা পাবে সেই অপেক্ষায় দিন গুনছেন পথ চলতি মানুষজন ও গাড়ির চালকরা।
তবে এই নিয়ে বিজেপি তৃণমূলকে এবং তৃণমূল বিজেপিকে দোষারোপ করতে ছাড়েনি। রাস্তা সম্প্রসারণ নিয়ে একে অপরকে কাঠগড়ায় তুলছে দুই রাজনৈতিক দল।

Post a Comment

0 Comments