** মেঘনাদ সাহা ** দিলীপ কুমার পাত্র
সাহা পরিবার কে করল গ্রাস
অশিক্ষা কুসংস্কারে
দারিদ্র্যের কালমেঘ
ঢাকলো বারে বারে।
নিম্ন বর্ণে জন্ম বলে
সমাজে অবহেলা
স্বদেশী ভাবধারায় অনুপ্রাণিত
কর্ম দুই বেলা ।
প্রেসিডেন্সিতে পড়াশোনা
গণিতে অবাধ বিচরণ
বিজ্ঞান কলেজে অধ্যাপনা
করি তাঁকে স্মরণ ।
বিকিরণের চাপ গবেষণা করে
ডি.এস.সি উপাধি পান
থার্মাল আয়োনাইজেশন্স
বাড়ায় বিজ্ঞান মান।
রয়েল সোসাইটির ফিলো তিনি
মনোনীত লন্ডনে
ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স
ছিল তার চিন্তনে।
বিজ্ঞান নিয়ে লেখাপড়া
থাকুক আকর্ষণে
ভারত সফল বিজ্ঞানী কে
রাখব হৃদয়াসনে ।
1 Comments
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ReplyDelete