** কল্পনা দত্ত যোশী ** দিলীপ কুমার পাত্র **
দেশ মাতৃকার শৃংখল মোচনে
দিলে শান্তি বিসর্জন
অত্যাচারী শাসকের বিরুদ্ধে
তুললে তুমি গর্জন।
পথের দাবী বইটি পড়ে
স্বদেশ ভাবনার জল্পনা
ক্ষুদিরামের জীবনী পড়ে
করলে লড়াই অল্প না।
মাস্টারদার দলে যোগ
দিলে কল্পনা তুমি
দেশ স্বাধীন করতে মোদের
কাঁপালে বঙ্গভূমি ।
চট্টগ্রামের মামলা দিল
যাবজ্জীবন দ্বীপান্তরে
তোমার দেশ প্রেমের কথা
থাকবে ভরে অন্তরে।
1 Comments
প্রণাম জানাই।
ReplyDelete