উপনির্বাচনে তৃনমূলের জয়ের আবহে যোগদান। সদ্য সমাপ্ত উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে। ২৬ সালের বিধানসভা ভোটের পূর্বে তাই তৃণমূল নেতা,কর্মী,সমর্থকদের আনন্দ - উচ্ছ্বাস করতে দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে ময়নার নইছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের লালুয়াগেড়িয়া উত্তর বুথে সিপিএম থেকে তৃণমূলের যোগদান করলেন কয়েকজন। তৃণমূলে যোগদান করা নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের অঞ্চল সভাপতি সনত গায়েন। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান লালুয়াগেড়িয়া উত্তর বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধান কালিপদ মন্ডল, বুথ সভাপতি শংকর মাইতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগন । সিপিএম থেকে তৃণমূলে যোগদান করে মনোরঞ্জন মাইতি জানিয়েছেন সিপিএম এ থেকে বিজেপিকে ভোট দান। এটা মানতে না পেরে তিনি তৃণমূলে যোগদান করেছেন।
0 Comments