আরজিকরের ঘটনার প্রতিবাদে সামিল পাঁশকুড়া নাগরিক সমাজ
আরজিকরের ডাক্তার হত্যার একশো সাত দিন পার হলেও আজও হোলো না সঠিক বিচার। কাদম্বিনী আজও পেলো না তাঁর যন্ত্রণার বিচার। প্রথম থেকেই আরজিকর নিয়ে যেভাবে আন্দোলনে কেঁপে উঠেছিল গোটা বিশ্ব, আজ পর্যন্ত কিন্তু সেই আন্দোলন থেমে নেই। নাগরিক সমাজ আজও ভোলেনি কাদম্বিনীকে। ডাক্তার হত্যার বিচার কি তবে শুধুই প্রহসন, না কি সঠিক বিচারের পথে, তা নিয়ে কিন্তু একপ্রকার ধন্দ রয়েছে।
সেক্ষেত্রেই ডাক্তারের জাস্টিস চেয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নাগরিক সমাজ নাগরিক কনভেনশনের আয়োজন করে। সেখানে আরজিকরের চিকিৎসক সৌরভ রায়, কলকাতার সিনিয়র চিকিৎসক দীপক গিরি। বিভিন্ন প্রতিবাদী মানুষজন উপস্থিত ছিলেন এই কনভেনশনে।
তাঁরা চায় সঠিক বিচার, ডাক্তার খুনের অপরাধীদের চিহ্নিত করে সঠিক বিচার হোক এই দাবিতেই নাগরিক কনভেনশনের মধ্য দিয়ে আন্দোলনে সামিল পাঁশকুড়া নাগরিক সমাজ।
0 Comments