** ময়নাগড় ** প্রবীর বারিক ***
বৌদ্ধ ও ওড়িয়ার শিল্প নিদর্শন
রোমান ফ্রেস্কো প্রাসাদ আকর্ষণ।
দ্বিস্তর পরিখা মাকড় ও কালিদহ
দুর্ভেদ্য রাজ বাড়ি কংসাবতী বারি-বহ।
পঞ্চদশে শ্যামসুন্দর ষোড়শে লোকেশ্বর
বৌদ্ধদেবী রঙ্কিণী বিরাজ রাধারাণী।
অপূর্ব সুষমা টেরাকোটা মন্ডিত
সতীরাণী ঘাট সহ আরাধনা পূজিত ।
পরিখা বেষ্টিত রাস ভূমি সজ্জিত
শ্যাম ও রাধা রাণী নৌবিহারে রত।
মোহময় বৃন্দাবন সারসার বিগ্রহ
কালিদহে জলকেলি রাস মেলা নির্বাহ।
ধর্মীয় সম্প্রীতি হিন্দু মুসলমান
জালাল নয়নানন্দ সমাধি বর্তমান।
লোকেশ্বর জিউ লিঙ্গ স্বয়ং স্বয়ম্ভু
ভদ্রকালী রঙ্কিণী সূর্য্যশঙ্খ অম্বু।
গোবর্ধনের সুপুত্র পরমানন্দ নাম
পাঞ্জা দেন জাহাঙ্গীর পরমানন্দপুর গ্রাম।
জগদানন্দের রাজত্বে ছিয়াত্তর মন্বন্তর
ইষ্ট ইন্ডিয়া বেইলি ময়না হস্তান্তর ।
শেষ রাজা পূর্ণানন্দ পেডি স্কুল দান
অসহযোগ আন্দোলনে রাখেন অবদান।
মঙ্গলকাব্যে ময়নাগড় হেরিটেজ তকমা
প্রাকৃতিক সৌন্দর্যে যেন এক তিলোত্তমা
অতীতের ঐতিহ্যে উদাসীন সরকার
ভেঙে পড়ে স্থাপত্য করেনা সংস্কার।
ময়নগড় হবে এক প্রসিদ্ধ পর্যটন
একরাশ আশা নিয়ে প্রত্যাশী জনগন।
0 Comments