৪৬৪ তম বর্ষে ময়নার রাসমেলায় প্রথম স্বেচ্ছায রক্তদান শিবির

 ৪৬৪ তম বর্ষে ময়নার রাসমেলায় প্রথম স্বেচ্ছায রক্তদান শিবির

ময়নার রাস মেলায় শ্যামসুন্দর জিউর আলোক সুসজ্জিত নৌভেলা দেখার জন্য বহু মানুষ দূর-দূরান্ত থেকে উপস্থিত হয়। বিরাট এলাকা নিয়ে বিভিন্ন ধরনের দোকান বসে।। মেলা মানেই আনন্দ, একে অপরের সঙ্গে মিলন। কিন্তু মেলা চলাকালীন মেলা কমিটির উদ্যোগে এই প্রথম বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুধু আনন্দ নয়, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, এই কথাকে চিন্তা করে এবছর ময়না রাস মেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। জানা যায় শুধু রক্তদান শিবির নয়, এ বছর  দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এক কথায় ৪৬৪ তম বর্ষে ময়নাগড় রাস মেলা কমিটি যে মানুষের জন্য কিছু ভাবছে, তার চিত্র ফুটে উঠেছে।

Post a Comment

0 Comments