হাস্য যোগাসন কেন্দ্রের ২৫ বছর পূর্তি উৎসব তমলুকে

 হাস্য যোগাসন কেন্দ্রের ২৫ বছর পূর্তি উৎসব তমলুকে 


তমলুক স্টীমারঘাটে একটি হলে হাস্য যোগাসন কেন্দ্রের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হলো সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে গান, আবৃত্তি, নাচ এবং এই কেন্দ্রের দীর্ঘ পথ চলা এবং যোগের মাধ্যমে রোগের উপশম নিয়ে আলোচনা হয়। সদস্যরা উপস্থিত হয়ে আজকের এই দিনটিকে তারা উপভোগ করেন। 60 উর্ধ বয়স্ক সদস্য থেকে অল্প বয়সী সদস্য আজকের অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে সদস্যরা ছাড়াও 14 নং ওয়ার্ডের কাউন্সিলার বৈদ্যনাথ সিনহা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।



Post a Comment

0 Comments