পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হল তিলখোজা অঞ্চল অফিসে।
মূলত স্ব সহায়ক দলের ব্যাংকিং পরিষেবার সুবিধার্থে এই গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন। জানা যায় গ্রাহকরা পরিষেবা পাবেন সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত। এই পরিষেবা কেন্দ্রে প্রত্যেকদিন ১০ হাজার টাকা তোলা যাবে এবং পঁচিশ হাজার টাকা জমা করা যাবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, তিলখোজা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহানা বেগম, গ্রাহক পরিষেবা কেন্দ্রের প্রধান কাবেরী দাস কর, আতি আতি সংস্থার পক্ষে বিশ্বজিৎ দাস অধিকারী,নিলৎ পাল শেঠ, দিব্যেন্দু জানা, ডি আর ডি এর টেকনিক্যাল এক্সপার্ট দিলীপ কুমার পাল সহ বিশিষ্ট অতিথিবর্গরা।
0 Comments