স্বর্গীয় পিতৃদেবের জন্মজয়ন্তী পালন করল রক্তদান শিবিরের মাধ্যমে।

 স্বর্গীয় পিতৃদেবের জন্মজয়ন্তী পালন করল রক্তদান শিবিরের মাধ্যমে।

পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের দক্ষিণ হর কুলি গ্রামের ঘটনা। রক্তদান জীবন দান। এক ফোটা রক্তই পারে একটি জীবন ফিরিয়ে আনতে। শ্রদ্ধেয় শিক্ষক ও সমাজসেবী  স্বর্গীয় মনিভূষণ দাস মহাশয়ের জন্মজয়ন্তী পালন সহ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল পরিবারের সদস্যবৃন্দরা। স্বর্গীয় মণীন্দ্রনাথ দাসের চার ছেলে এবং তিন কন্যার সবার পরিবারের সকলের উপস্থিতিতে এই জন্মদিন পালনের দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবির চতুর্থ তম বর্ষে পদার্পণ করেছে। রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ কর্মী লক্ষণ চন্দ্র মাইতি উপস্থিত থেকে তিনি জানান ছোট কিংবা বড় সেটা বড় কথা নয়, সমাজের কাছে একটা বড় বার্তা মানুষের পাশে থাকার জন্য রক্তদান শিবির। জন্মদিনটাকে মনে রাখা,  এভাবে মানুষের সেবার মাধ্যমে। তাই সর্বস্তরে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

Post a Comment

0 Comments