অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির প্রচার সভা ময়নাতে

অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ময়না আঞ্চলিক শাখার পক্ষ থেকে আজ একটি প্রচার সভা অনুষ্ঠিত হলো ময়না বাইপাসে।
"জনবিরোধী জাতীয় শিক্ষানীতি- ২০২০" বাতিল করে
"জনগণের বিকল্প শিক্ষা ২০২৪" প্রণয়নের দাবিতে
এবং NEET সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে আগামী ৩ রা ডিসেম্বর, ২০২৪, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ডাকে সর্বভারতীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে নিউ দিল্লি র যন্তরমন্তরে। তারই প্রস্তুতিতে আজ এই প্রচার সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সেভ এডুকেশন কমিটি, ময়না আঞ্চলিক শাখার যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডল শিক্ষক রঞ্জিত জানা অফিস সম্পাদক শিক্ষক অনুপ কুমার জানা, সেভ এডুকেশন কমিটি পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদকমন্ডলীর সদস্য শিক্ষক সিদ্ধার্থ শংকর রায়। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি-২০২০ ও তার অনুসারী রাজ্য শিক্ষানীতি-২০২৩ বাতিল করে জনগণের বিকল্প শিক্ষা নীতি-২০২৪ চালু করার দাবি জানান বক্তাগণ। এছাড়াও NEET সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রবেশিকা পরীক্ষা গুলিতে যেভাবে চরম দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে শিক্ষাপ্রেমী সহ সাধারণ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সী (NTA) কে বাতিল করার দাবি জানানো হয়। জাতীয় শিক্ষানীতি ফলস্বরূপ ময়না থানার ১৪টি বিদ্যালয় সহ রাজ্যের ৮২০৭টি বিদ্যালয় তুলে দেওয়ার চক্রান্ত বাতিলের দাবিও জানানো হয়।
0 Comments