প্রবীণ ভাতা প্রদানের মাধ্যমে দুঃস্থদের পাশে অবসর চেরিটেবল টাস্ট
ময়না ব্লকের দক্ষিণ অনুখা গ্রামে অবস্থিত অবসর চেরিটেবল টাস্ট এর উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে বাৎসরিক প্রবীণ ভাতা ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান পালিত হয়। স্থান দক্ষিণ আনুখা হাইস্কুল মাঠ। প্রথমে প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর সকালে বর্ষাকে উপেক্ষা করে অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এছাড়া রক্তের গ্রুপ ও সুগার পরীক্ষা শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, অঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অবশেষে পুরস্কার বিতরণী সভার সঙ্গে সঙ্গে প্রবীণ নাগরিকদের ব্ল্যাঙ্কেট প্রদান এবং প্রবীণ নাগরিকদের বাৎসরিক ভাতা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এক কথায় বর্ষাকে উপেক্ষা করে অবসর চেরিটেবল ট্রাস্টের একদিনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিবেশিত হয় স্বর্গীয় অজিত কুমার দাস স্মৃতি মঞ্চে ।
0 Comments