প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে তমলুকে কংগ্রেসের দুই গোষ্ঠীর গন্ডগোল উত্তেজনা।

 প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে তমলুকে কংগ্রেসের দুই গোষ্ঠীর গন্ডগোল উত্তেজনা।


পূর্ব মেদিনীপুরে ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যালযয়ে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে দুই গোষ্ঠীর গন্ডগোল উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিককে ছবি না তোলার হুমকি। বিজেপির দালাল কে মানছি না মানবো না এমনই স্লোগান দিতে থাকে কংগ্রেসের এক গোষ্ঠী। পরে শুভঙ্কর সরকার স্টেজ থেকে নেমে এসে দুই গোষ্ঠীকে থামানোর চেষ্টা করেন।  অনেক চেষ্টার পরে সভা আবার শুরু হয়।

Post a Comment

0 Comments