চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি তে তমলুক শহরে তাম্রলিপ্ত সাধু সন্ত সন্ন্যাসীগণ ও বৈষ্ণব সমাজের পক্ষ থেকে প্রতিবাদ পরিক্রমা।
বাংলাদেশের সনাতনীদের ঘর বাড়ি ও মঠ, মন্দির সাধু সন্ন্যাসীদের ওপর অন্যায় ভাবে অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি তমলুক শহরে। তমলুকের মহাপ্রভু মন্দির থেকে প্রতিবাদ মিছিল তমলুক শহর পরিক্রমা করে তমলুক হাসপাতাল মোড়ে ক্ষুদিরামূর্তির পাদ দেশে শেষ হয়। চিন্ময়ী প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এমনটাই প্রতিবাদ সভা থেকে স্লোগান দিতে থাকে। চিন্ময় প্রভুকে নিঃশর্ত মূর্তি না দিলে আগামী দিনে আর বৃহত্তর আন্দোলনে নামবে এমনটাই জানালেন তাম্রলিপ্ত সাধুসন্ত সন্ন্যাসীগণ ও বৈষ্ণব সমাজ।
0 Comments