ময়না কলেজ NSS ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির।

 ময়না কলেজ NSS ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির।

 ময়না কলেজের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে ভালো রেজাল্ট করার পাশাপাশি সারা বছর বিভিন্ন রকম সমাজ সেবামূলক কর্মযজ্ঞে নিজেদের সামিল করে। বিশেষ করে ময়না কলেজ এন এস এস ইউনিটের ছাত্র-ছাত্রীরা সারা বছর মানব সেবামূলক কর্মসূচি নিয়ে থাকে। আমরা বিগত দিনে দেখেছি এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীরা কখনো স্বচ্ছতা কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মসূচি সহ নানারকম মানব সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে। আজ ময়না কলেজ এনএসএস ইউনিট ওয়ান, ইউনিট টু এবং ইউনিট থ্রি এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। তবে এনএসএস ইউনিটের উদ্যোগে এই প্রথম রক্তদান শিবির নয়। এর আগে একাধিকবার ময়না কলেজ এনএসএস ইউনিট রক্তদান শিবির আয়োজন করেছে। আজ বেলা সাড়ে দশটা থেকে ময়না কলেজের ছাত্র-ছাত্রীরা মানব সেবার উদ্দেশ্যে রক্তদান করে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পন্ডা মহাশয় । এছাড়াও উপস্থিত ছিলেন এন এস এস ইউনিট থ্রি এর প্রোগ্রামিং অফিসার  শুভেন্দু প্রামাণিক, অধ্যাপক অনুজিৎ পাত্র, ময়না কলেজ অফিস স্টাফ নির্মল বেরা, উত্তম লিজকা সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ। রক্তদান জীবন দান। রক্তই পারে মুমূর্ষ রোগীর প্রাণ ফিরিয়ে দিতে। এই ধরনের রক্তদান শিবির আরও যাতে বেশি বেশি হয় সমাজের পক্ষে ততই ভালো। এই প্রসঙ্গে ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পন্ডা মহাশয় কি জানিয়েছেন শোনাবো আপনাদের।


Post a Comment

0 Comments