ময়নায় ঢেউভাঙ্গায় বড়দিনের পিকনিক।

 ময়নায় ঢেউভাঙ্গায় বড়দিনের পিকনিক।


 ডিসেম্বর মাস আনন্দের মাস, ডিসেম্বর মাস উৎসবের মাস। শীতকালের ডিসেম্বর মাসে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আনন্দ উৎসবে মেতে ওঠেন। ছাত্র-ছাত্রীদের  বাৎসরিক পঠন পাঠন প্রক্রিয়া সমাপ্ত হয়। তারাও বছরের শেষ দিনগুলো  বর্ষবরণের প্রস্তুতি হিসাবে আনন্দে কাটিয়ে দেয়। আজ ২৫ শে ডিসেম্বর। বড়দিন। ময়না ব্লকের নৈছনপুর ২ গ্রাম পঞ্চায়েতের ঢেউ ভাঙ্গা এলাকায় বড়দিনের আনন্দে  মেতে উঠলেন বহু মানুষ। আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে ময়না সহ আশেপাশের বিভিন্ন ব্লকের মানুষ ময়নার ঢেউ ভাঙ্গা এলাকায় পিকনিক করতে আসেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আজ সকাল থেকেই  বহু মানুষ ঢেউ ভাঙ্গায় পিকনিক করতে আসেন। তবে অন্যান্য বছরের তুলনায় ভিড় একটু কম ছিল। কারণ  আবহাওয়া খুব একটা ভালো ছিল না। মাঝে মাঝে ঢেউ ভাঙ্গা এলাকায় ঝিরিঝিরি বৃষ্টিও পড়ে। তাই বলে মানুষের আনন্দের কোন ভাটা ছিল না। মাইক বক্স থেকে শুরু করে বিভিন্ন রকম আনন্দ সামগ্রী নিয়ে বহু মানুষের আনন্দের চিত্র লক্ষ্য করা যায়। খাওয়া দাওয়া,নাচ গানের মধ্য দিয়ে সারাদিন এলাকায় একটি আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।আমরা বিগত দিনে একাধিকবার  প্রশাসনকে জানিয়েছিলাম যাতে এই এলাকায় পিকনিক স্পট হিসাবে সৌন্দর্যায়ন  হয়, রাস্তাঘাট থেকে শুরু করে এলাকার পরিকাঠামোর উন্নয়ন ঘটে। স্থানীয় প্রশাসন আস্বাস দিয়েছেন  যাতে এলাকায় পিকনিক স্পট গড়ে ওঠে তার জন্য সর্বোত্তম চেষ্টা করবেন। আমরা অপেক্ষায় থাকলাম ময়নার পিকনিক স্পট হিসেবে ঢেউ ভাঙ্গা এলাকাকে দেখার।

Post a Comment

0 Comments