বড়দিনের আনন্দে মাতলেন খ্রিস্টান ধর্মালম্বী মানুষ থেকে বাঙালি সবাই
প্রভুর কাছে প্রার্থনা এবং আবার একটা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড়দিনের উৎসবমুখর পরিবেশকে ভাগ করে নিল সাধারণ মানুষ। শুধু খিষ্টান ধর্মাবলম্বী মানুষ নয় এই উৎসবকে ভাগ করে নিয়েছে গোটা বাঙালি সমাজও। তাইতো ২৫শে ডিসেম্বরের যীশুখ্রীষ্টের জন্মদিনে সকাল থেকেই সাজো সাজো রব পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের ফতেপুর অবস্থিত গির্জা। সংসারের মঙ্গল কামনা এবং গোটা দেশের মঙ্গল কামনায় যিশুখ্রিস্টের কাছে প্রার্থনার মধ্যে দিয়ে ব্রতী হলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা। ফতেপুরের গির্জাকে সাজানো হয়েছে অত্যাধুনিক আলোক সজ্জায়, আগত পর্যটকদের জন্য গির্জার চারপাশগুলি আকর্ষণীয় কলা কুশলির মধ্যে দিয়ে ভরপুর করে রাখা হয়েছে, যা দেখে অত্যন্ত খুশি হচ্ছেন ৮ থেকে ৮০ সকলেই। কেউ কেউ আবার স্যান্টাক্লজ সেজে মনোরঞ্জন করছেন অন্যান্য পর্যটকদের। তবে চার্চের কর্তব্য পালিত অভিভাবকরা জানাচ্ছেন, ভারতবর্ষ এমনই একটি দেশ ধর্মের বিভাজন থাকলেও উৎসবের বিভাজন থাকে না। প্রত্যেক সম্প্রদায়ের মানুষ প্রত্যেকটি উৎসবে শামিল হয়ে নিজেরাই আনন্দই মেতে ওঠেন। আর ঠিক তেমনি প্রভু যীশুখ্রীষ্টের জন্মদিন উপলক্ষে ২৫ শে ডিসেম্বর প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে একই উৎসব, তাই জাতিবর্ণ নির্বিশেষে আজ ২৫ ডিসেম্বর উৎসবমুখর বলাই বাহুল্য। অন্যদিকে আজকের এই উৎসব মুখরিত পরিবেশে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে করা নজর রাখছে পুলিশ প্রশাসন।
0 Comments