ময়না কলেজে নবীনবরণ প্রগতি ও সম্প্রীতির উৎসব ।

 ময়না কলেজে নবীনবরণ প্রগতি ও সম্প্রীতির উৎসব ।


ময়নার গর্ব ময়নার একমাত্র জেনারেল ডিগ্রী কলেজ, ময়না কলেজে  নবীনবরণ প্রগতি ও সম্প্রীতির উৎসব অনুষ্ঠিত হল। যদিও প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের প্রথম দিনেই বরণ করে নেওয়া হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে সমস্ত নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হল। এছাড়াও নবীন বরণ অনুষ্ঠানের আগের দিন ময়না কলেজের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। গতকাল নবীন বরণ প্রগতি ও সম্প্রীতির উৎসবে  উপস্থিত ছিলেন ময়না কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা সুচিকিৎসক ডক্টর সংগ্রাম কুমার দোলাই, গভর্নিং বডির সদস্য শেখ হাফেজ আলী, ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পন্ডা, অধ্যাপক কালিপদ মাইতি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এবং অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ।

Post a Comment

0 Comments