পূর্ব দক্ষিণ ময়না সমিতিতে স্বসহায়ক গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণ শিবির।

 পূর্ব দক্ষিণ ময়না  সমিতিতে স্বসহায়ক গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণ শিবির।


ময়না ব্লকের ময়না ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে স্বসহায়ক গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণ শিবির  অনুষ্ঠিত হল । সহযোগিতায় সমবায় দপ্তর।পশ্চিমবঙ্গ সরকার। পূর্ব মেদিনীপুর ১ রেঞ্জ। উপস্থিত ছিলেন  কো-অপারেটিভ ইন্সপেক্টর বিদ্যুৎ দুয়ারী  , তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ময়না শাখার ম্যানেজার প্রতুল ভৌমিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাবলু বৈদ্য,  ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক,ময়না ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলাই , সমিতির সম্পাদক দিলীপ কুমার দোলাই , পূর্ব দক্ষিণ ময়না সমবায় সমিতির ম্যানেজার নির্মল কুমার বেরা, সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক তথা লালুয়াগেড়িয়া সমবায়  সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা, টেলারিং প্রশিক্ষক পান্থনা মানিক  সহ সমিতির অন্যান্য ডাইরেক্টরগণ এবং বিশিষ্ট অতিথিবর্গ।

Post a Comment

0 Comments