সারদা মায়ের আবির্ভাব দিবসে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো মাতৃ সংঘ

 সারদা মায়ের আবির্ভাব দিবসে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো মাতৃ সংঘ


ময়না ব্লকের ময়নার গড় এলাকায়  অবস্থিত মাতৃ সংঘ। অনেক মায়েদের একত্রিত করে এই মাতৃ সংঘ সংগঠিত হয়েছে। আজ সারদা মায়ের আবির্ভাব দিবস। মাতৃ সংঘের সদস্যারা আজকের দিনে মায়ের বাড়ির যেমন শুভ উদ্বোধন করলেন, তেমনই সারদা মায়ের পূজার্চনার মাধ্যমে দিনটিকে পালন করলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস। ফিতে কেটে মাতৃ সংঘের মায়ের বাড়ির শুভ উদ্বোধন করলেন অভয়া দাস । এরপর সারদা মায়ের সামনে প্রদীপ প্রজ্জ্বলন  করা হয়  এই উপলক্ষে দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র প্রদান করা হয়। কর্মাধ্যক্ষ অভয়া দাস  তার বক্তব্যের মাধ্যমে মহিলাদের একজোট হয়ে মাতৃ সংঘের মতো আগামী দিনে এগিয়ে চলার বার্তা দেন। সেইসঙ্গে তিনি মাতৃ সংঘের পাশে থাকবেন বলে জানালেন।

Post a Comment

0 Comments