পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের অন্তর্গত শ্রীকন্ঠা কালাগন্ডা এলাকায় কংসাবতী সংঘের পরিচালনায় শ্রী শ্রী কালী মাতার পূজার্চনা গুটি গুটি পায়ে ২৪ তম বর্ষ পেরিয়ে ২৫ তম বর্ষে পদার্পণ করল। ফিতে কেটে পূজার শুভ সূচনা করলেন ময়না রাজ পরিবারের সদস্য তথা প্রাক্তন শিক্ষক ও সাহিত্যিক সিদ্ধার্থ বাহুবলিন্দ্র। ২৫ তম বর্ষের পুজো একটু জাকজমক পূর্ণ। কংসাবতী সংঘের পূজা কমিটির সম্পাদক খোকন ভৌমিক জানান অন্যান্য বছরের তুলনায় এ বছর একটু নিত্য নতুন ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রত্যেক দিন যেমন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তেমনি রাত্রি কালীন বিনোদন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। প্রায় ছয় দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃষ্টির মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শেষ দিনের অনুষ্ঠানে নাম সংকীর্তন ও লীলা কীর্তন সহযোগে সকল ভক্তদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তাই এলাকাবাসীকে ক্লাবের সঙ্গে থাকার এবং ক্লাবের অনুষ্ঠান সহ অন্ন প্রসাদ সেবনের জন্য আহ্বান জানানো হয়।
0 Comments