** খালের উপকারিতা ** দিলীপ কুমার পাত্র
এঁকে বেঁকে গেছে বয়ে
খালগুলো ভাইরে
জলসেচ নিকাশিতে
জুড়ি এর নাইরে।
দৈনন্দিন জীবনে এর ভূমিকা
জানে তা কয়জনে
বৃষ্টির জল ভূগর্ভে জল
রাখে সংরক্ষণে।
বহু উদ্ভিদ বহু প্রাণী
থাকে সারাক্ষণ
জলবায়ু রক্ষাতেও
করে নিয়ন্ত্রণ।
বন্যপ্রাণী জল পানে
আসে দলে দলে
খালগুলো করে কাজ
নৌ চলাচলে।
খালের জল লাগে ভাই
নতুন বন সৃষ্টিতে
জলচক্রেও করে কাজ
পড়ুক সবার দৃষ্টিতে।
রোধ করে খাল গুলো
বন্যা আর খরা কে
শস্যতেও দেয় ভরিয়ে
আমাদের ধরাকে।
খালের উপর করে নির্ভর
বাড়ে রুজিরোজগার
খালগুলো কে বাঁচাতে তাই
খনন করা দরকার।
1 Comments
ধন্যবাদ।
ReplyDelete