** ছেলের খোঁজে ** দিলীপ কুমার পাত্র
মেয়ের পরে স্বপ্ন এখন
ছেলে শুধু খোঁজা
মেয়ে না কি বড় হয়ে
হবে শুধুই বোঝা।
এই আশায় চেয়ে চেয়ে
হল একটা ছেলে
পাড়া ঘরে সবাই বলে
কেমন করে পেলে?
এখন বেশ দারুন খুশি
নেই কোন চিন্তা
সুখে দুখে আনন্দেতে
কাটে বেশ দিনটা।
ছেলে এখন চাকরি পেয়ে
গেল বিদেশ লন্ডনে
আগের মতো ছেলে আর
নেই স্নেহের বন্ধনে।
গত বছর জুলাই মাসে
নিলেন অবসর
বিয়ে করে সোনা ছেলে
হল স্বার্থপর।
ডাক্তার মেয়ে কানাডা থেকে
তবু করে ফোনটা
ছেলের কথা ভেবেই কেবল
ভরে না তো মনটা!
এমনি করে শরীর স্বাস্থ্য
ভাঙতে থাকে রোজ
ছেলে মেয়ের তফাৎটা
ভালো করে বোঝ।
ছেলের খোঁজে বাবা মা
তাকিয়ে থাকে ফোনে
বছর বছর ভেবে জল
জমে চোখের কোণে!
0 Comments