ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল
সংবিধান প্রণেতা ডঃ বাবাসাহেব আম্বেদকরের প্রতি বিজেপির শীর্ষ নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবমাননাকর মন্তব্যে তীব্র প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে আজ প্রত্যেকটি ব্লকে চলছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। ময়না ব্লকেও তার ব্যতিক্রম নেই। ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে ময়না তিন রাস্তার মোড়ে এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপব্রত দাস। এছাড়া এই মিছিলে পা মেলান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ সাহাজাহান আলী , ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক সহ তৃণমূলের একাধিক নেতৃত্ববৃন্দ।
0 Comments