শ্মশান কালীপূজার উদ্বোধন করলেন রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র।

 শ্মশান কালীপূজার উদ্বোধন করলেন রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র। 

ময়না ব্লকের অন্তর্গত বাঁশদা গ্রামে প্রত্যেক বছরের ন্যয় এ বছরও শ্মশান কালি মায়ের পূজার্চনা  শুরু হয়েছে । পরিচালনায় বাঁশদা শ্মশান কালী পূজা কমিটি। পূজা কমিটির এক সদস্য জানান  গ্রামবাসী এবং এলাকাবাসী এবং উদ্যোগী সংঘের সহযোগিতায় এই পূজা বিগত বছরগুলির ন্যায় এ বছর অনুষ্ঠিত হচ্ছে। গতকাল এই পুজোর শুভ উদ্বোধন করলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র। ফিতে কেটে মায়ের পূজার শুভ সূচনা করলেন সিদ্ধার্থ বাহুবলিন্দ্র। সঙ্গে উপস্থিত ছিলেন ময়না মাতৃ সংঘের প্রতিষ্ঠাতা তথা সিদ্ধার্থ বাহুবলিদ্রের  সহধর্মিনী শ্রাবণী বাহুবলিন্দ্র। জানা যায় চার দিনব্যাপী কীর্তন গান সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া অন্ন প্রসাদেরও আয়োজন করা হয়েছে বলে জানা যায়।


Post a Comment

0 Comments