** এলো শীত ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
** এলো শীত ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
শিশির পড়ে
নদীর চরে
বইছে হিমেল বায়ু
শিশু মেতে
সর্ষে খেতে
করছে গরম স্নায়ু।
এলো শীত
গাইছে গীত
ফলছে শাক সবজি
বাঁদর টুপি
পরছে চুপি
ডুবিয়ে খায় কব্জি।
দিদার বাড়ি
রসের হাঁড়ি
আর পিঠে পুলি
খেজুর গুড়ে
দিন জুড়ে
মজা কি আর ভুলি ?
পার্কে দোলা
মাঠে খেলা
বেড়াই ঘুরে পিকনিকেতে
বই মেলা
ফুল মেলা
ভাসে সবাই উৎসবেতে।
1 Comments
শীতের শুভেচ্ছা।
ReplyDelete