** বুড়া বরের কচি বৌ ** প্রবীর বারিক

 ** বুড়া বরের কচি বৌ ** প্রবীর বারিক 

যৌবন শেষে পৌঢ় এসে
মিটলো না তার শখ
কম বয়সি চায় রূপসী
বন্ধ হয়না চোখ।

কেশহীন মাথা নকলি গাঁথা
শিশুর মতো চুল
কলপ করা গোঁফে ভরা
দেখে লাগে ভুল।

বেশি কামাই সাধের জামাই 
অর্থকড়ির ভাঁড়
রুগ্ন মাঝি ধরবে আজি
শ্রাবণ নদীর দাঁড়।

করবে বিয়ে সানাই নিয়ে
টোপর মাথায় সাজ
অর্থকড়ি ঝলমল বাড়ি
গড়ে স্বপ্নের তাজ।

বুড়া বরের কচি বৌএর
মিষ্টি হাসি চাই
ফোকলা মুখে নকল দাঁতে
উঠল বুড়ার হাই।

Post a Comment

0 Comments