প্রতাপদিঘী অগ্নিবীণা সঙ্গীত মহবিদ‍্যালয়ের র্বাষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক সম্মাননা

 প্রতাপদিঘী অগ্নিবীণা সঙ্গীত মহবিদ‍্যালয়ের র্বাষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক সম্মাননা 

প্রতাপদিঘী অগ্নিবীণা সঙ্গীত মহবিদ‍্যালয়ের র্বাষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক সম্মাননা সভা অনুষ্ঠিত হলো আজ।
প্রদীপ প্রজ্জলেনের মাধ্যমে শুচনা করেন আজকের অনুষ্ঠান মঞ্চের  সভাপতি ইস্বর চন্দ্র রিসী ও গোলোকেস নন্দ গোস্বমী।
অনুষ্ঠানের শুরতে ইশ্বরচন্দ্র বিদ‍্যাসারগের আবক্ষ মূর্তিতে মাল‍্যদান ও তবলা বাদক প্রয়াত ওস্তাদ জাকির হোসেনের ছবিতে মাল‍্য দানের মাধ্যমে অনুষ্ঠান সুচনা হয়।
এই সঙ্গীত মহাবিদ্যাল ১৯৯৪ সালে স্থাগিত হয়। এই বছর ৩১ তম বর্ষে বার্ষিক সাংস্কৃতি অনুষ্ঠানে ৭৫ জন ছাত্র ছাত্রি অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে  বিদ‍্যালয়ের ছাত্র ছাত্রিরা সঙ্গীত, তবলা, নিত‍্যে অংশগ্রহণ করে সমস্ত ছাত্র ছাত্রি দের হাতে স্বারক তুলে দেওয়া হয় বিদ‍্যালয়ের পক্ষ থেকে। ও অভিভাবক অভিভাবিকাদের পক্ষ থেকে বিদ‍্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা দের ফুলের স্তবক ও স্বারক সম্মান জানানো হয়।
সমস্ত অনুষ্ঠানটি জাকির প্রয়াত ওস্তাদ জাকির হোসেনের স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠান চলবে আগামী দুদিন ধরে। এছাড়াও উপস্থিত ছিলেন এই বিদ‍্যালয়ের অধ্যক্ষ নারায়ন জানা, সহকারি প্রনপ জানা, সমাজসেবী বেনু বিনোদ দাস, সুদাম সাউ,
পঞ্চায়েত সদস্য জ্যোতির্ময় পাহাড়ী । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজকর্মী উৎপল বিকাশ দাস এছাড়াও এলাকার সমস্ত অভিভাবক অভিভাবিকা দের উজ্জ্বল উপস্থিথিতে অনুষ্ঠান পরিচালনা  হয়।

Post a Comment

0 Comments