** নকশা বড়ি ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
গয়না হোক নকশা হোক
দেখতে হবে যেতে
এই বড়ি তৈরিতে যে
মা বোনেরা মেতে ।
মা বোনেদের এই বড়ি
এসো তুলে ধরি
অর্থনীতির বিকাশে তো
শপথ গ্রহণ করি।
শীতকালে এই বড়ি
হয় ঘরে ঘরে
নতুন নতুন নকশাগুলো
দেখে মন ভরে।
নকশাবড়ির শিল্পটা যে
মা-বোনেদের হাতের
দেখায় পথ স্বনির্ভরের
নেই অভাব ভাতের।
সকল বড়ির সেরা বড়ি
নকশা বড়ি ভাই
মেদিনীপুরের এই বড়ি
মজা করেই খায়।
1 Comments
ধন্যবাদ।
ReplyDelete