** এমন হলে কেমন হয় ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
গরু মহিষ উঠছে গাছে
বলল ষন্ড দাদা
জিরাফ ঘোড়া গরমেতে
মাখছে না কি কাদা!
মশা বলে মাঝ আকাশে
চড়বে পিঠে হাতি
উড়ান হয়ে ঘুরবো আমি
দেখবে মানব জাতি।
এই না শুনে বিড়াল বলে
লিখব এসব খাতায়
বৃক্ষ বলে চড়বো আমি
বাঘ সিংহের মাথায়।
পক্ষী বলে মাছ দরিয়ায়
কাটতে যাব সাঁতার
আজগুবি সব কথাগুলো
ঠিক থাকে কি মাথার?
0 Comments