শেয়াল বেটার বুদ্ধি বেশ চিন্তা করে বসে কাকের ঠোঁটের মাংসটা পড়বে না কি খসে ! কাক তোমার কণ্ঠস্বর ভীষণ লাগে ভালো করলে গান শুনবো আমি হোক না রং কালো। হাঁ টা করে গাইতে গান পড়ল মাংস নিচে শেয়াল বেটা ছুটল বনে কাক গেল পিছে। উপেন্দ্রকিশোরের গল্পগুলো পড়লে বুদ্ধি বাড়ে চলার পথে এই উপদেশ নজর ভীষণ কাড়ে।
0 Comments