** ভেজাল ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
হচ্ছে অসুস্থ ভেজাল খেয়ে
জীবন নিচ্ছে কেড়ে
ভেজাল রোধে এগিয়ে এসে
ধরো না কেন তেড়ে?
অর্থ চাই অর্থ চাই
অসাধুর বাড়ে লোভ
খাদ্যে ভেজাল দিচ্ছ শুনে
আমজনতার ক্ষোভ।
পঙ্গু বধির দৃষ্টিহীনে
ভরে যাবে দেশ
প্রশাসনের উদাসীনতায়
জীবন হবে শেষ।
ভেজাল রোধে প্রচার চলুক
বেতার দূরদর্শনে
পুলিশ আইন কঠোর হোক
নিজ নিজ গর্জনে ।
খাদ্যে ভেজাল ঔষধে ভেজাল
ভেজাল আজ সবে
প্রতিবাদের বেলায় তবে
নীরব কেন রবে?
1 Comments
ধন্যবাদ।
ReplyDelete