** বড়দিন** দিলীপ কুমার পাত্র
যীশু আজ শিশু মনে
ফেলছে দারুণ সাড়া
ক্রুশ বৃদ্ধের ঘটনায় শিশু
আজও দিশা হারা!
ডিসেম্বরের পঁচিশ তারিখ
যীশুর জন্মদিনে
বড়দিনের আনবো কেক
বাজার থেকে কিনে।
সবাই মিলে খাবো কেক
ডুববো নাচ গানে
নদীর পাড়ে চড়ুইভাতি
হৃদয় থেকে টানে।
এমন দিন এই ধরাতে
আসুক ঘরে ঘরে
শ্রদ্ধা আর ভক্তিতে যীশু
থাক সবার অন্তরে।
0 Comments