** সান্তা ক্লজ ** দিলীপ কুমার পাত্র
নেদারল্যান্ডে জন্ম তাঁর
সেন্ট নিকোলাস নাম
লাল জোব্বা সাদা দাড়ি
সান্তার সুনাম।
বড়দিনে মেলে দেখা
সান্তা ক্লজের ভাই
পিঠে তাঁর ভর্তি ঝুলি
কি উপহার চাই?
যীশুর কথা আজকে মনে-
পড়ে বারবার
শিশুদের সন্তা দিতেন
নানান উপহার।
শিশুর প্রতি ভালবাসা
তাঁরই বুঝি সাজে
মানবতা নৈতিকতা
ছিল হৃদয় মাঝে।
কেক আর বেড়ানো
হোক খ্রীষ্টমাসে
সান্তা ক্লজ থাকে সদা
শিশুদের পাশে।
0 Comments