আর জি করের ন্যায় বিচারের দাবিতে ময়নাতে নাগরিক কনভেনশন

 আর জি করের ন্যায় বিচারের দাবিতে ময়নাতে নাগরিক কনভেনশন


* আর জি করের নৃশংস ধর্ষণ, হত্যার বিরুদ্ধে
* অভয়ার ন্যায় বিচারের দাবিতে, 
* থ্রেট কালচার বন্ধ ও স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে, 
* সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের তদন্তের চার্জশিট উপযুক্ত সময়ে না দিয়ে জামিন দেওয়ার বিরুদ্ধে 
আজ আনন্দপুর সমবায় সমিতি হলে ময়না নাগরিক বৃন্দের আহ্বানে আয়োজিত হল নাগরিক কনভেনশন। কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আর জি কর মেডিক্যাল কলেজের পিজিটি, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের অন্যতম সংগঠক ডাঃ ত্রীনেশ মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক কালীপদ ভৌমিক, প্রধান শিক্ষক ড. অজয় কুমার দেবনাথ, প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডল, শিক্ষক বাসুদেব দাস, শিক্ষক সিদ্ধার্থ শংকর রায়। কনভেনশনে মূল প্রস্তাব পাঠ করেন রাজেন্দ্র প্রসাদ মাল। সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক পশুপতি বর্মন। 
বক্তাগণ অভয়ার ন্যায় বিচার এবং সকল দোষীর কঠোর শাস্তির দাবি করেন। এছাড়া আগামী দিনেও মেয়েদের নিরাপত্তা সহ স্বাস্থ্যক্ষেত্র ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ স্থায়ী লড়াই প্রতিবাদ আন্দোলনের আহ্বান জানান।

Post a Comment

0 Comments