ময়নায় ভারতীয় মানব বুরোর উদ্যোগে গ্রাম সভার জন্য সেনসিটাইজেশন কার্যক্রম

 ময়নায় ভারতীয় মানব বুরোর উদ্যোগে গ্রাম সভার জন্য সেনসিটাইজেশন কার্যক্রম

 ভারতের জাতীয় মান্য সংস্থা প্রায় 650 টা পণ্য উৎকর্ষ নিয়োগের জন্য সচেতনতা চালিয়ে যাচ্ছে। আজ ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের  অডিটোরিয়াম হলে ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সদস্য, অঞ্চল প্রধান এবং সংসদের সক্রিয় কর্মীদের নিয়ে এদিনের এই সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট কমার্সের পক্ষ থেকে ময়নার দ্রব্য বাইরে এক্সপোট হোক এমনটি মনে করেন রামকৃষ্ণায়ন এসোসিয়েশনের  কর্ণধার শশাঙ্ক  মাইতি। সরকারি রেজিস্ট্রেশনকৃত আইএসও মার্ক,  হলমার্ক  প্রভৃতি কোন কোন জিনিসে দেখে নেওয়া উচিত,  তা নিয়ে এ দিনের এই সচেতনতা শিবির আলোচনা করা হয়।


Post a Comment

0 Comments