** গাছ বসাতে আয় ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
আয়রে হারুন আয়রে হাবুল
গাছ বসাতে আয়
ধরিত্রীকে করতে সবুজ
থাক তোদের সায়।
আয়রে রহিম আয়রে রতন
গাছ বসাতে আয়
উষ্ণায়ন ভুলতে আয়
গুটি গুটি পায়।
আয়রে বাস্কে আয়রে বাদল
গাছের নে যত্ন
সবুজ ছাড়া ত্রিভুবনে
পেলাম কই রত্ন?
আয়রে খোকা আয়রে খুকু
আয়রে কচিকাঁচা
বিপর্যয়ের হাতছানি থেকে
জীবকুলকে বাঁচা।
আয়রে সোরেন আয়রে সোহেল
গাছ বাঁচাতে আয়
সবুজ ছাড়া এই দুনিয়ায়
আমরা নিরুপায়!
আয়রে জোয়ান আয়রে কিষাণ
গাছ বসাতে আয়
দূষণ বায়ু ভুলতে তবে
থাক সবার দায় ।
0 Comments